ইতালির নাগরিক হত্যাচেষ্টা : জামায়াত নেতা ফের রিমান্ডে

ইতালি নাগরিক পিয়েরো পারোলারিকে হত্যাচেষ্টা মামলায় জেলা জামায়াতের সেক্রেটারি মাহবুবুল আলম ভুট্টুকে দ্বিতীয় দফা দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শনিবার প্রথম পর্যায়ের একদিনের রিমান্ড শেষ করে আরো জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। দিনাজপুর সদর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফ. এম আহসানুল হক দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্তকারী এসআই বজলুর রশিদ জানান, মামলার তদন্তের স্বার্থের আরো জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত দুদিনে রিমান্ড মঞ্জুর করেন। গত শুক্রবার একদিনের রিমান্ড শেষ করে শনিবার বিকেলে আবারো রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ।

গত বুধবার সকাল সাড়ে ৭টায় শহরের মির্জাপুর বিআরটিসি বাস কাউন্টারসংলগ্ন রাস্তায় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ডা. পিয়োরা পারোলারি। তিনি শহরের সুইহারী নাভানা ক্যাথলিক মিশন (এনটিএস) চার্চের ফাদার। দীর্ঘ ৩০ বছর ধরে দিনাজপুর মিশনে কর্মরত রয়েছেন।



মন্তব্য চালু নেই