ইতিহাস গড়লো বাংলাদেশের যে সিনেমা

মুক্তি পায় নি। তারপরও ইতিহাস করেছে ঢাকাই সিনেমা ‘রানা প্লাজা’। ছবিটি কোনো পুরস্কার পেয়ে ইতিহাস করে নি। আবার মুক্তি পেয়েও নয়। ছবিটির ইতিহাসচিত্র একটু অন্যরকম।

বাংলাদেশের সিনেমার ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনোই ঘটেনি বলেই মনে করছেন অনেকে। ছবিটি নির্মাণ করা হয় আলোচিত রানা প্লাজা ট্রাইজেডি নিয়ে। ছবিটি হালের আলোচিত নায়িকা পরী মণির দ্বিতীয় ছবি।

জানা গেছে, ঢালিউডের ইতিহাসে এত বাঁধার মুখে পড়েনি কোন সিনেমা। সেন্সরবোর্ড আপত্তি, আদালতের নিষেধাজ্ঞা, আপিল বিভাগের রায়, সর্বশেষ রাষ্ট্রপতি পর্যন্ত গড়ানো এ ছবি ঢালিউডে ইতিহাস গড়েছে বলেই মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা।

জানা গেছে, সাভার রানা প্লাজা ট্রাজেডি নিয়ে ছবিটির নির্মান শুরু হয়েছিল ২০১৩ সালের ১ ডিসেম্বর। টানা শ্যুটিং শেষে গত বছরের মাঝামাঝি ছবিটির নির্মাণ কাজ শেষ হয়। কিন্ত এরপরই শুরু হয় একের পর এক বিপত্তি। বর্তমানে রাষ্ট্রপতির আদেশে ছবিটির মুক্তি স্থগিত হয়ে আছে।



মন্তব্য চালু নেই