ইনজুরির কবলে তামিম, অনিশ্চিত ইংল্যান্ড সিরিজে!

আঙুলের চোটে পড়ে ইংল্যান্ড সিরিজের আগে দলকে চিন্তায় ফেলে দিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। কমপক্ষে ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। এরপর জানা যাবে কবে নাগাদ মাঠে নামতে পারবেন।

রবিবার বিসিবিতে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

‘শনিবার অনুশীলন চলাকালীন বাম হাতের আঙুলে চোট পেয়েছেন তামিম ইকবাল। আজ তার এমআরআই করানো হবে। এরপরই ইনজুরির প্রকৃত অবস্থা জানা যাবে।’ বলেন নান্নু।

৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছাবে ইংল্যান্ড দল। সফরে তিনটি প্রস্তুতি ম্যাচ ও দুটি ওয়ানডে খেলবে তারা। প্রায় এক মাসের সফর শেষ হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। প্রথম থেকে এই তারিখেই বাংলাদেশে আসার কথা ছিল দলটির। কিন্তু গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে ভয়াবহ জঙ্গি হামলার পর বাংলাদেশ সফর নিয়ে চারদিক থেকে নানা মন্তব্য আসতে থাকে। বিসিবি অবশ্য বরাবরই বলে আসছিল, ইংল্যান্ড নির্ধারিত সময়েই আসবে। অবশেষে দুইদিন আগে নিরাপত্তা পরিদর্শকদের প্রতিবেদনের ভিত্তিতে ইসিবি বাংলাদেশে আসার ঘোষণা দেয়।

তামিমের ব্যাপারে এখনো কিছু নিশ্চিত না হওয়া গেলেও তার পরিবর্তে কাউকে নেওয়ার সিদ্ধান্ত হয়নি। তিন সপ্তাহ পর অবস্থা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

‘এখনও যেহেতু সময় আছে তাই আশা করছি তামিম সুস্থ হয়েই ইংল্যান্ড সিরিজে দলে থাকবে।’ মন্তব্য নান্নুর।



মন্তব্য চালু নেই