ইন্দোনেশিয়ায় আঘাত হানল শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপসহ কয়েকটি স্থানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ২৫ মিনিটে ৬ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, পশ্চিম জাভার সুবাং এলাকার ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্প আঘাত হানে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনপিবি) বরাত দিয়ে স্ট্রেইটস টাইমসের খবরে বলা হয়, উত্তর বানতেন, পশ্চিম জাভা ও রাজধানী জাকার্তায় সর্বোচ্চ আট সেকেন্ড পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এমনকি কোনো ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি।

বিএনপিবির মুখপাত্র সুতোপো পুরো নুগরোহো বলেন, ভূমিকম্পের উপকেন্দ্র সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৫৪ কিলোমিটার গভীরে। এর ফলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পেও বড় ক্ষতি হয়নি।

‘এরপরও লোকজনের উচিত ভূমিকম্পের জন্য প্রস্তুত থাকা, যা যেকোনো সময় হতে পারে’, যোগ করেন সুতোপো।



মন্তব্য চালু নেই