ইফার পেশ ইমাম নিয়োগ বিজ্ঞপ্তির কার্যকারিতা ৩ মাস স্থগিত

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) পেশ ইমাম নিয়োগ বিজ্ঞপ্তির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এক আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও ফরীদ আহমেদ শিবলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে এ নিয়োগ বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

তিনি জানান, ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা-কর্মচারীর চাকরি বিধিমালায় বলা আছে, পেশ ইমাম হওয়ার জন্য ৫ বছর ইমামতির অভিজ্ঞতা লাগবে। কিন্তু বিজ্ঞপ্তিতে ৮ বছর অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছে, যা বিধিমালা পরিপন্থী।



মন্তব্য চালু নেই