ইমাম সাহেবের ভুল ধরে আলোচনায় মীর

‘মীরাক্কেল’ খ্যাত উপস্থাপক মীর আফসার আলী। হাস্যরসাত্মক কথা বলে মানুষের মন জয় করেছেন তিনি।

কিন্তু মাঝে মাঝে কৌতুক আর হাসি ছাড়াও গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কথা বলে থাকেন মীর। এ নিয়ে বিতর্কেও পড়তে হয় তাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই কিছু কথা বলেছেন তিনি। পোস্টটিতে শাহী ইমামের ভুল ধরেছেন মীর। তার এ পোস্টটি এখন ইন্টারনেটে ভাইরাল।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছেন, “আজ সকালে আনোয়ার রোডে টিপু সুলতান মসজিদের ইমাম সাহেবকে বলতে শুনলাম, ‘আসুন, আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করি, যারা দুঃখের মধ্যে আছেন এবং যাদের ওপর নির্যাতন হচ্ছে। আল্লাহ যেন তাদের ব্যাথা কমিয়ে দেন ইত্যাদি ইত্যাদি।

ইমাম সাহেব ক্ষমা করবেন। এই জায়গায় আপনি ব্যর্থ হয়েছেন। যারা নির্যাতিত হচ্ছেন তারা মুসলমান নন, মানুষ। কোথাও কোনো ইতালিও / কোরিয়ান / আমেরিকান / ব্রিটিশ হত্যা করা হলে খ্রিস্টান, হিন্দু কিংবা বৌদ্ধের হত্যা করা হয় না। হত্যা করা হয় মানুষকে।প্রতি দিন হত্যা করা হচ্ছে মানুষকে। অমানুষের হাতে হত্যা হচ্ছে মানুষ।

আপনি যদি এরকম ভাবতেন তাহলে আজকের সেমাইটা আরো বেশি মিষ্টি হত। আজকের বিরিয়ানি আরও বেশি সুস্বাদু হতো। পরিতাপ….

যাইহোক ঈদ মোবারক”

এই পোস্ট করার পর অনেকেই মীরের প্রশংসা করেছেন। যার মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীও।

wer



মন্তব্য চালু নেই