ইরাকের আইন উপমন্ত্রী অপহৃত

ইরাকের উপ আইনমন্ত্রী আবদুল করিম ফারেস’কে অপহরণ করা হয়েছে। মঙ্গলবার বাগদাদে নিজের গাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় আজ্ঞাতনামা ব্যক্তিরা। এ ঘটনায় আহত হয়েছেন মন্ত্রীর গাড়িচালক।

ইরাকি পুলিশের বরাত দিয়ে আরব নিউজ জানায়, মঙ্গলবার বাগদাদের বিনোক এলাকায় উপমন্ত্রী আবদুল করিমের গাড়িটি পৌঁছুলে এটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে অপহরণকারীদের কালো কাচযুক্ত গাড়িগুলো। তারা মন্ত্রীকে নিজেদের গাড়িতে তুলে নেয়। এ সময় তাদের বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন মন্ত্রীর গাড়িচালক। অপহরণের সময় মন্ত্রীর সঙ্গে বেশ কিছু বডিগার্ড বহাল ছিল। তবে তাদের কাউকে অপহরণ করা হয়নি। কেবল মন্ত্রীকে তুলে নিয়ে গেছে অজ্ঞাতনামা ব্যক্তিরা।

এ ঘটনার মাত্র চারদিন আগে সদর সিটি থেকে ১৮ তুর্কি শ্রমিককে অপহরণ করা হয়েছিল। এসব অপহরণের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।



মন্তব্য চালু নেই