ইরানে সোয়াইন ফ্লুতে ৩৩ জনের মৃত্যু

ইরানের দুটি প্রদেশে গত তিন সপ্তাহে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

উপস্বাস্থ্যমন্ত্রী আলি আকবর সায়ারির বরাত দিয়ে ইরনা জানিয়েছে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে কেরমান প্রদেশে ২৮ জন এবং সিস্তান-বেলুচিস্তান প্রদেশে পাঁচজন মারা গেছে। এই ফ্লুর ভাইরাস রাজধানী তেহরানসহ অন্য প্রদেশে ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।

উপস্বাস্থ্যমন্ত্রী আলি আকবর বলেছেন, ‘আগামী দিনগুলিতে তেহরান, পূর্ব ও পশ্চিম আজারবাইজান ও কেরমানশাহ প্রদেশসহ দেশের বিভিন্ন অংশে এ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।’

কেরমান প্রাদেশিক মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আলি আকবর হাঘদুস্ত জানিয়েছেন, ইরানে সোয়াইন ফ্লুর আবির্ভাবের পর এ পর্য়ন্ত কেরমান প্রদেশে ৬শ লোক এতে আক্রান্ত হয়েছে।

তিনি বলেন, ‘তিন সপ্তাহ আগে প্রদেশে এইচ১এন১ ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। আমরাই প্রথম এ মহামারীর বিষয়টি জানিয়েছি।’

তবে তিনি জানান, এই মহামারী বর্তমানে নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তাদের হাতে ৫ হাজার সোয়াইন ফ্লু প্রতিষেধক রয়েছে এবং দেশের বাইরে থেকে ১৫শ প্রতিষেধকের আরো একটি চালান মঙ্গলবার হাতে এসে পৌঁছাবে।



মন্তব্য চালু নেই