‘ইরান-বাংলাদেশের সম্পর্ক অব্যাহত থাকবে’

ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান বলেছেন, ‘ইরানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। এ সম্পর্ক আরও বৃদ্ধি পাক। কোনো বাধাই এ সম্পর্কে ফাটল ধরাতে পারবে না। সব বাধা উপেক্ষা করেই দুইদেশের সম্পর্ক অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।’

ইরানের ইমাম খোমেনি (র.) ২৬তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত ‘বাংলাদেশ ও ইরানের মধ্যে সু-সম্পর্ক উন্নয়নের প্রসঙ্গে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বুধবার বিকালে ইমাম বোখারী একাডেমী এ আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ওয়াজী দাহনভী বলেন, ‘ইরান, ইরাক, বাংলাদেশসহ সমস্ত মুসলিম দেশই আল্লাহর ওপর আস্থা রাখলে আল্লাহও আমাদের সহায়তা করবে। আর ইরান গরিব মানুষদের সহায়তা করার চেষ্টা করছে সবসময়। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।’

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইরান দূতাবাসের কর্মকর্তা সৈয়দ মুসা হোসাইনী, আয়োজক সংগঠনের পরিচালক খলিলুর রহমান সিদ্দিকী প্রমুখ।



মন্তব্য চালু নেই