ইসরাইলে আগুন, পালাচ্ছে হাজারো মানুষ

ইসরাইলের উত্তরাঞ্চলীয় তৃতীয় বৃহত্তম শহর হাইফা এলাকায় আগুনের ঘটনায় হাজরো মানুষ পালাতে শুরু করেছেন। টানা দুই মাসের খরা চলার পর বৃহস্পতিবার এ আগুন লাগে। খবর এএফপি, বিবিসির।

সংবাদ মাধ্যমে এ ঘটনাকে দাবানল উল্লেখ করা হলেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সংশয় প্রকাশ করে বলেছেন, কেউ আগুন লাগিয়েছে বলে প্রমাণিত হলে তা হবে সন্ত্রাসী তৎপরতা।

দেশটির দৈনিক হারেৎজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, কেউ এই আগুন লাগালে তাকে ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুষ্ক আবহাওয়া ও বাতাসের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

এ আগুন জেরুজালেম ও পশ্চিম তীরের ঘরবাড়ির জন্যও হুমকি বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে প্রায় ৮০ হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

জোরালো বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।



মন্তব্য চালু নেই