‘ইসরায়েলের অবস্থা নাৎসি জার্মানির মতো’

ইসরায়েলের সামরিক বাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল ইয়াইর গোলান তার দেশের সমাজের বর্তমান পরিস্থিতির সঙ্গে ১৯৩০ সালে নাৎসি জার্মানির অবস্থার তুলনা করেছেন।

গত সপ্তাহে বার্ষিক হলোকাস্ট ডে বা ইহুদি নিধনযজ্ঞ স্মরণ দিবস পালনের প্রাক্কালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ১৯৩০ সালের দিকে নাৎসি জার্মানিতে অসহিষ্ণুতার যে ঘৃণ্য প্রকাশ ঘটেছিলো সে রকম কিছু প্রবণতা এখনকার ইসরায়েলি সমাজে দেখতে পাওয়া যাচ্ছে।

তিনি বলেছেন, ৮০ বছর আগে নাৎসি জার্মানিতে যা ঘটেছিলো তার সাথে তুলনা দিয়ে ইসরায়েলি সমাজের সাথে অন্যায় করা হয়েছে।

মেজর জেনারেল ইয়াইর গোলান বলেছেন, ‘যদি কোনোকিছু আমাকে ভীত-সন্ত্রস্ত করে থাকে সেটা হলো হলোকাস্টের স্মৃতি, ইউরোপে যা ঘটেছিলো, বিশেষ করে ৭০,৮০ এবং ৯০ বছর আগে জার্মানিতে। আজ ২০১৬ সালেও আমাদের মধ্যে সেই একই জিনিসও দেখতে পাওয়াটাও খুব ভয়ের।”

‘বিদেশিদের ঘৃণা করার চেয়ে সহজ আর কিছু নেই…যা ভয়ের জন্ম দেয়’- বলেন তিনি।

এদিকে মেজর জেনারেল ইয়াইর গোলানের এই বক্তব্যের পর তাকে ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। খোদ দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ্যে তার সমালোচনা করেছেন।

নেতানিয়াহু তাকে ভর্ৎসনা করে বলেছেন, এধরনের বক্তব্য ক্ষোভের জন্ম দিয়েছে। এসব কথাবার্তায় হলোকাস্টকে সস্তা করে ফেলা হয়েছে এবং এর মাধ্যমে ইসরায়েলের ক্ষতি করা হয়েছে।

তবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল ইয়াইরকে সমর্থণ দিয়েছেন। তিনি বলেছেন ইয়াইরের ওপর তার আস্থা রয়েছে।



মন্তব্য চালু নেই