ইসরায়েলের হামলায় শীর্ষ হিজবুল্লাহ নেতা নিহত

লেবাননভিত্তিক শিয়া সংগঠন হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার মুস্তাফা আমিন বদরেদ্দিন সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভাষ্যমতে, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে হিজবুল্লাহর সামরিক অভিযানের নেতৃত্বে ছিলেন তিনি।

হিজবুল্লাহ এক বিবৃতিতে শুক্রবার এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, হিজবুল্লাহর প্রায় সব ইসলামি প্রতিরোধ অভিযানে ১৯৮২ সাল থেকে অংশ নিয়ে আসছেন বদরেদ্দিন (৫৫)। বিবৃতিতে তাকে ‘মহান জিহাদি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আলজাজিরা ও বিবিসি অনলাইনের এক খবরে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহ বিবৃতিতে আরো বলা হয়েছে, মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কোর কাছে হিজবুল্লাহর একটি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হলে বদরেদ্দিন নিহত হন। তবে বিমান হামলার বিষয়ে এখনো নিশ্চিত নয় সংগঠনটি। এ নিয়ে তারা পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে।

হিজবুল্লাহ রাজনৈতিক বিশ্লেষক আলী রিজক আলজাজিরাকে জানিয়েছেন, দামেস্কোয় হিজবুল্লাহ অপারেশন সেন্টার লক্ষ্য করে হামলা চালানো হয়। অপারেশন সেন্টারে বড় ধরনের বিস্ফোরণ হয়। ইসরায়েল এ হামলার নেপথ্যে আছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি।

হিজবুল্লাহ কমান্ডার বদরেদ্দিনকে ১৯৮৩ সালে কুয়েতে বোমা হামলার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কুয়েতে ইরাকের সাদ্দাম হোসেন অভিযান চালানোর সময় জেল ভেঙে পালিয়ে যান তিনি।



মন্তব্য চালু নেই