ইসলামী ব্যাংকের ৯ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

আনন্দ শিপইয়ার্ডের ১৩শ কোটি টাকা ঋণ জালিয়াতিতে সম্পৃক্ত থাকার অভিযোগ তদন্তে ইসলামী ব্যাংকের ৯ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার সকাল ১০টা থেকে সেগুনবাগিচার দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদক সূত্র সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জিজ্ঞাসাবাদ করছেন দুদকের উপ পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী।
যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ঢাকা সেন্ট্রাল জোনের ডিজিএম ইঞ্জিনিয়ার মো. আবুল বাশার, ইসলামী ব্যাংক কারওয়ান বাজার শাখার সাবেক এসভিপি (বরখাস্ত) মো. নুরুল ইসলাম, ভিপি কাজী মইনুদ্দিন খাদেম, মো. মিজানুর রহমান ভূঁইয়া, এভিপি মো. মোসলেহ উদ্দিন, গুলশান সার্কেলের ভিপি মো. আলিমুর রহমান, এভিপি মো. আবুল কালাম আজাদ, মো. মনির হোসেন, অফিসার একেএস বোরহান উদ্দিন।



মন্তব্য চালু নেই