ইসলাম নিয়ে মুখোমুখি ট্রাম্প-রুবিও

‘ইসলাম যুক্তরাষ্ট্রকে ঘৃণা করে’-এ মন্তব্য নিয়ে মুখোমুখি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী মার্কো রুবিও ও তার দলীয় প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প।

মিয়ামি টেলিভিশনে সবশেষ বিতর্কে ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে রুবিও বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প টেলিভিশনে বলেছিলেন ইসলাম যুক্তরাষ্ট্রকে ঘৃণা করে, কিন্তু আমি মনে করি ইসলামে উগ্রবাদী সমস্যা থাকলেও অনেক মুসলিম আমেরিকান গর্বিত ।’ এ সময় দর্শকরা করতালি দিয়ে তাকে সাধুবাদ জানায়।

রুবিও বলেন, ‘প্রেসিডেন্টরা বলতে পারেন না যে তারা কী চান। এর একটা পরিণতি আছে।’ এ বিতর্কে ইসলাম ইস্যুতে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বজায় রাখেন রিপাবলিকান দলীয় অন্য প্রার্থীরা। এ ছাড়া সন্ত্রাসবাদীদের পরিবারকে খুন করা দরকার বলে ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তার সাথেও দ্বিমত পোষণ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

এর আগে বুধবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনর অ্যান্ডারসন কুপারকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ‘আমার ধারণা, ইসলাম আমাদের ঘৃণা করে। সেখানে এমন কিছু রয়েছে যা ভয়ংকর ঘৃণার। সেখানে আমাদের জন্য অবিশ্বাস্য রকম ঘৃণার বিষয় রয়েছে।’

তথ্যসূত্র : বিবিসি



মন্তব্য চালু নেই