ইস্কাটনে জোড়া খুন : অভিযোগ শুনানি ২৮ ফেব্রুয়ারি

রাজধানীর নিউ ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে অভিযোগ শুনানির জন্য আগামি ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ শামছুন নাহার এই দিন রাখেন।

মঙ্গলবার শুনানিকালে রনিকে আদালতে হাজির করা হয়। এর আগে গত ২১ জুলাই ডিবি পুলিশের এসআই দীপক কুমার দাস মামলাটিতে রনিকে একমাত্র আসামি করে এবং তার ড্রাইভার ইমরানের অব্যাহতি চেয়ে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলাটিতে তিন দফা দশ দিনের রিমান্ড শেষে রনিকে গত ২ জুলাই আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

মামলাটিতে রনির তিন বন্ধু টাইগার কামাল, জাহাঙ্গীর ভূঁইয়া ও কামাল মাহমুদ ঘটনার সাক্ষি হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন।

গত ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ওই ঘটনায় গত ১৫ এপ্রিল হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গত ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে রনিকে গ্রেপ্তার করা হয়।



মন্তব্য চালু নেই