ইয়াকুব শেষ, এবার সালমান খানের পালা : বিজেপি নেতা

ইয়াকুব মেমনের ফাঁসি হয়ে গিয়েছে। এবার একই পরিণতি হোক অভিনেতা সালমান খান এবং রাজনৈতিক নেতা আসাদউদ্দিন ওয়েইসির। প্রবীণ তোগাড়িয়ার পর ফের একবার সালমানকে বিঁধলেন ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের বিজেপি বিধায়ক ঊষা ঠাকুর।

বৃহস্পতিবার মুম্বাই বিস্ফোরণের অন্যতম দোষী ইয়াকুব মেমনের ফাঁসি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ঊষা বলেন, ‘যে ট্রিটমেন্ট মেমনের সঙ্গে হয়েছে সেটা এবার সালমান এবং ওয়েইসির সঙ্গেও হওয়া উচিত। মেমনের ফাঁসি নিয়ে তারা যা বলেছেন তা অসাংবিধানিক।’ অবশ্য এই প্রথম নয়। এর আগেও বহুবার বিতর্কিত মন্তব্য করার জন্য শিরোনামে এসেছেন ঊষা।

ডিমাপুরে ধর্ষক সন্দেহে প্রকাশ্যে খুন করাকেও সমর্থন করছিলেন তিনি। তিনি বলেছিলেন, যে ধর্ষণের মতো ভয়ানক অপরাধ করে তাকে জনসমক্ষে ফাঁসি দেওয়া উচিত। শুধু তাই নয়, ফাঁসির পরেও সেই ব্যক্তির শেষকৃত্য করতে দেওয়া উচিত নয়।



মন্তব্য চালু নেই