ইয়ারফোন জট পাকিয়ে যায়? এই সহজে কৌশলে ইয়ারফোনকে রাখুন জটমুক্ত

গান শোনার সময়ে জট ছাড়াতে গিয়ে যথেষ্ট বিরক্তির উদ্রেক হয়। কীভাবে ইয়ারফোনকে রাখা যায় জটমুক্ত? আসুন, জেনে নিই একটি সহজ কৌশল—

মোবাইলে গান শোনার জন্য ইয়ারফোন ব্যবহার করেন সকলেই। কিন্তু ইয়ারফোন ব্যবহার করার একটা নিত্য যন্ত্রণা হল, ব্যাগে বা পকেটে ইয়ারফোন রাখলেই তা জড়িয়ে-মড়িয়ে জট পাকিয়ে যায়। তারপর গান শোনার সময়ে জট ছাড়াতে গিয়ে যথেষ্ট বিরক্তির উদ্রেক হয়। কীভাবে ইয়ারফোনকে রাখা যায় জটমুক্ত? আসুন, জেনে নিই একটি সহজ কৌশল—

১. প্রথমে ইয়ারফোনটিকে একেবারে জটমুক্ত করে টানটান করে নিন। ইয়ারফোনের যে দিকটি ফোনে লাগানো হয় সেটিকে হাতের তালুর এক পাশে রেখে তারটিকে তালুর উপর আড়াআড়িভাবে রাখুন। মধ্যমা, অনামিকা আর কনিষ্ঠা দিয়ে তারটিকে চেপে ধরুন।

২. তর্জনী আর বুড়ো আঙুলটিকে উঁচু করে ধরুন। তারপর তারটিকে দু’টি আঙুল বরাবর ইংরেজি ‘8’ সংখ্যার মতো করে হাতে প্যাঁচাতে থাকুন।

৩. পুরো তারটিকে ‘8’-এর মতো করে পেঁচিয়ে ফেলুন দু’টি আঙুলের মধ্যে। তর্জনীর দিকে ক্লকওয়াইজ প্যাঁচালে বুড়ো আঙুলে প্যাঁচাবেন অ্যান্টি ক্লকওয়াইজ।

৪. পুরো তারটিকে এইভাবে দুই আঙুলে পেঁচিয়ে ফেলুন।

৫. প্যাঁচানো হয়ে যাওয়ার পরে ‘8’-এর মাঝ বরাবর ধরে তারটিকে দুই আঙুল থেকে বার করে নিন।

৬. এবার ফোনে লাগানোর জ্যাকটিকে বার করে নিয়ে টানটান করে ধরে ‘8’-এর মাঝ বরাবর পেঁচিয়ে দিন।

৭. পুরো তারটি প্যাঁচানো হয়ে যাওয়ার পরে ফোনে লাগানোর জ্যাকটি ‘8’-এর উপরের (বা নীচের) বৃত্তটির ভিতরে ঢুকিয়ে একটা পাক পেঁচিয়ে দিন। ব্যস, আপনার কাজ শেষ। এবার এই অবস্থায় ইয়ারফোনটিকে ব্যাগে বা পকেটে নিয়ে নিন। দেখবেন, আর জড়িয়ে যাওয়ার ভয় থাকবে না।-এবেলা



মন্তব্য চালু নেই