ইয়েমেনে বিয়েবাড়িতে বিমান হামলা, নিহত ১৩

ইয়েমেনে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সানা শহরে এক বিয়ের অনুষ্ঠানে বিমান হামলার ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানী সানা থেকে একশ কিলোমিটার দূরের সানবান এলাকার এক উপজাতী নেতার বাড়িতে ওই হামলাটি চালান হয়। হুতি সমর্থক বলে পরিচিত এক নেতার বাড়িতে তখন বিয়ের অনুষ্ঠানে চলছিল। ওই বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত এবং আরো ২৫ জন আহত হয়েছেন বলে বিবিসি জানিয়েছে। হতাহতদের মধ্যে বর বা বধূ রয়েছেন কিনা তা অবশ্য জানা যায়নি।

তবে কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ইয়েমেনের শিয়াপন্থি হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সাধারণত সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়ে থাকে।

এর আগে গত মাসে বন্দর নগরী মোচায় এক বিয়েবাড়িতে অন্য এক বিমান হামলায় কমপক্ষে ১৩০ জন প্রাণ হারিয়েছিল যাদের অধিকাংশই ছিল বেসামরিক নাগরিক। তবে সৌদি জোট ওই হামলায় অভিযোগ নাকচ করেছিল।

ইয়েমেনে গত ২৬ মার্চ থেকে সৌদি জোটের বিমান হামলা শুরু হওয়ার পর থেকে পাঁচ হাজারের মত মানুষ প্রাণ হারিয়েছে। নিহতদের ২৩৫৫ জনই বেসামরিক নাগরিক। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে আরো ১৫ লাখ মানুষ। এই সংঘর্ষের কারণে দেশের ২ কোটি ১০ লাখ মানুষের জন্যই মানবিক সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে বলে আন্তর্জাতিক ত্রাণ সংস্তাগুলো জানিয়েছে।



মন্তব্য চালু নেই