ঈদের আগে ও পরে ৬ দিন মহাসড়কে ভারী যানবাহন চলাচন বন্ধ

যানজট কমাতে ও ঈদে যাত্রী পরিবহন স্বাভাবিক রাখতে রোজার ঈদের আগে ও পরের ছয় দিন মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের মন্ত্রী একথা জানান।

তিনি বলেন, ‘ঈদ যাত্রায় যানজট কমাতে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে পচনশীল পণ্য ও গার্মেন্ট সামগ্রীবাহী যানবাহনের ক্ষেত্রে এ নিয়ম শিথিল থাকবে।’

এছাড়া যানজট কমাতে এক হাজার রোভার স্কাউট সদস্য কাজ করবেন বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, আগামী ঈদ-উল-আযহার পরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন প্রকল্পের কাজের শেষ হবে। প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন চার লেন প্রকল্পের পরিচালক আফতাব হোসেন খান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, প্রকল্প ব্যবস্থাপক-২ মাসুম সারোয়ার, সওজ কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে. এম. আতিকুল হক ও নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফ উদ্দিন প্রমুখ।



মন্তব্য চালু নেই