ঈদের জামাতে ‘ইমাম নিয়ে সতর্ক বার্তা’ ইমরানের!

আগামীকাল ঈদুল ফিতরের জামাতে ইমামদের বিষয়ে সতর্ক করে কিছু করনীয় উল্লেখ করেছেন গণজাগরণ মঞ্চের আহব্বায়ক ড. ইমরান এইচ সরকার। ঈদের আগের দিন তার ভেরিফায়েড ফেইসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। সম্প্রতি দেশে জঙ্গী হামলার কারনে এই সতর্কবার্তা ও কিছু করনীয়ের কথা বলেন ইমরান। পাঠকদের সুবিধার্থে তার স্ট্যাটাসটি হুবহু তোলে ধরা হলো;

“ঈদ উপলক্ষ্যে কয়েকটি জরুরী করণীয়ঃ

১। সারাদেশের প্রত্যেকটি ঈদের জামাতে যাতে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদবিরোধী বয়ান দেয়া হয় সেটা নিশ্চিত করা।

২। জঙ্গীবাদী কার্যক্রমের সাথে সম্পৃক্ত কেউ যাতে ঈদের জামাতে ইমামের দায়িত্ব পালন করতে না পারে সেটা নিশ্চিত করা।

৩। দেশের কোথাও কোনো জঙ্গী সমর্থক ইমাম যদি জঙ্গীবাদের পক্ষে বয়ানের চেষ্টা করে, তাকে সাথে সাথে পুলিশে সোপর্দ করা।

৪। আপনার আমার ফেতরার টাকা যাতে আমাদের খুনীদের বুলেটের জোগান না দেয় সেটা নিশ্চিত করা। জঙ্গীবাদী কার্যক্রমের সাথে সম্পৃক্ত কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে ফেতরা না দেয়া।

৫। সবাই সতর্ক থাকুন। আপনার পরিবার, সমাজ কিংবা প্রতিষ্ঠানের কারো গতিবিধি সন্দেহজনক মনে হলে আইনশৃঙ্খলাবাহিনীকে জানান।জনস্বার্থে বার্তাটি ছড়িয়ে দিন। আসুন সতর্ক হই, নিরাপদ দেশ গড়ি। সবাইকে ঈদের শুভেচ্ছা।”



মন্তব্য চালু নেই