ঈদে ক্ষমতাসীনদের চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে : বিএনপি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্ষমতাসীনদের চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

ড. আসাদুজ্জামান রিপন ক্ষমতাসীনদের চাঁদাবাজি বন্ধ করতে সরকারকে আহ্বান জানান।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সে ব্যবস্থা নিন।’

বিএনপির এই মুখপাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ করে বলেন, ‘ঈদে ঢাকা ফাঁকা হয়ে যায়। এ সময় যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয়, সেদিকে সতর্ক থাকবেন।’

আজ বুধবার ২৭ রমজান। আর দু-তিন দিন পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদে নাড়ির টানে এরই মধ্যে মানুষ ঘরমুখো হতে শুরু করেছে। রাজধানী ঢাকাও ফাঁকা হতে শুরু করেছে।



মন্তব্য চালু নেই