‘ঈদে যানজট নিরসনে ১০০০ স্বেচ্ছাসেবক কাজ করবে’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ফোর লেনের কাজ চলমান থাকায় ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক রাখতে এবার বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদে ঘরমুখো মানুষের শান্তিপূর্ণভাবে ঘরে ফিরতে এবং সড়ক-মহাসড়কে যানজট মুক্ত রাখতে ১৪টি পয়েন্টে এক হাজার স্বেচ্ছাসেবক পুলিশের সাথে কাজ করবে।’

মন্ত্রী বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলমান ফোর লেনের কাজ পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘পুলিশের সাথে ঈদের আগে ৫ দিন ৩ শিফটে আশুলিয়া, চন্দ্রা, গোড়াই, ডিইপিজেড এবং কোনাবাড়ীসহ ১৪টি পয়েন্টে কাজ করবে স্বেচ্ছাসেবকরা। আমরা আশা করছি, যানজট নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবকদের ভূমিকা যাত্রীদের যানজটের দুর্ভোগ কমিয়ে স্বস্তি দিতে পারব।’

মন্ত্রী বলেন, ‘ঈদের সময় জনগণকে সুবিধা দেওয়ার জন্যই আগে ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে ঈদে স্বস্তিতে বাড়ি ফেরা সম্ভব হয়।’

এ সময় দীর্ঘস্থায়ী সুবিধা ভোগের জন্য সর্বসাধারণকে সাময়িক দুর্ভোগ পোহানোর আহ্বান জানান।

মন্ত্রীর সাথে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সড়ক ও জনপথ গাজীপুরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই