উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর

উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের জন্য কিছুটা সুখবর দিতে পারে মাইক্রোসফট। নতুন উইন্ডোজ ১০ মোবাইল ওএস হালনাগাদের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট রিডার সুবিধা যুক্ত করছে প্রতিষ্ঠানটি। জুলাই মাসে ডেস্কটপ ও মোবাইল সংস্করণের জন্য উইন্ডোজের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করবে প্রতিষ্ঠানটি।

ফিঙ্গারপ্রিন্ট রিডার ফাংশনটি ইতিমধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে অধিক জনপ্রিয়। কিন্তু উইন্ডোজ ফোনে এ ফিচারটির জন্য ব্যবহারকারীরা অনেক দিন ধরেই অপেক্ষা করেছেন। এর আগে উইন্ডোজ ১০ মোবাইল ও উইন্ডোজ ১০ সংস্করণের জন্য উইন্ডোজ হ্যালো নামের একটি ফিচার উন্মুক্ত করেছে মাইক্রোসফট, যাতে ফেসিয়াল রিকগনিশন পদ্ধতিতে ডিভাইস আনলক করা যায়। সম্প্রতি উইনহেক সম্মেলনে উইন্ডোজের হালনাগাদ সংস্করণের

সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট যুক্ত করার কথা বলা হয়। উইন্ডোজের হ্যালো ফাংশনের সঙ্গে এটি যুক্ত হবে।এইচপির এলিট এক্স ৩ স্মার্টফোনটিতে সবার আগে ফিঙ্গারপ্রিন্ট ফিচারসহ নতুন হালনাগাদ পাওয়া যাবে।ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সফটওয়্যারের ত্রুটি ঠিক করা ছাড়াও আরও বেশ কিছু নতুন ফিচার যুক্ত হবে উইন্ডোজের হালনাগাদ সংস্করণে।



মন্তব্য চালু নেই