উত্তাল সাগরে দিক হারিয়ে বাংলাদেশের চরে ইন্দোনিশায়ান জাহাজ

ঘুর্ণিঝড় রোয়ানুর আঘাতে বাঁধের চরে উঠে এসেছে ইন্দোনিশায়ান পতাকাবাহী জাহাজ। গভীর সাগর থেকে উত্তাল ঢেউয়ের কারণে গতি হারিয়ে জাহাজটি পতেঙ্গা নেভাল একাডেমি সড়কের বেড়িবাঁধের চরে উঠে যায়।

জাহাজটি চরে আটকে গেলে জাহাজের ১০ জন ক্রুকে উদ্ধার করে নৌবাহিনী। পরে তাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।

বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইন্দোনেশিয়ার পতাকাবাহী এএসটি লিজেন্ট জাহাজটি উত্তাল সাগরের ঢেউয়ে দিক ভুলে পতেঙ্গা নেভাল এলাকায় বেড়ি বাঁধের কাছে চরে উঠে যায়। পরে বিষয়টি নৌবাহিনীকে জানানো হলে তারা জাহাজের ১০জন ক্রুকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।



মন্তব্য চালু নেই