উন্মুক্ত হলো হ্যারি পটারের জাদুর জগৎ

হ্যারির জাদুর জগতকে সাধারণের কাছে তুলে ধরতে চালু হলো থিম পার্ক। হলিউডের ইউনিভার্সাল স্টুডিয়োর এই হ্যারি পর্টার ওয়ার্ল্ডে ভক্তরা উপভোগ করতে পাবেন হ্যারির জাদু জগৎ। সুযোগ মিলবে মজার মজার সব রাইড উপভোগেরও। মানব সভ্যতা ধ্বংস হতে বসেছিল লর্ড ভল্ডামোর্টের জেদের কারনে। অমরত্বের আকাক্সক্ষায় যিনি দখল করে নিয়েছিলেন জাদু মন্ত্রণালয়। ভল্ডামোর্টের সেই অভিসন্ধিতে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল কিশোর জাদুকর হ্যারি পটার। ব্রিটিশ উপন্যাসিক জে কে রোলিং এর হ্যারি পোর্টারকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। উপন্যাস- রুপালী পর্দার পর এবার নতুনরুপে ফিরে এল হ্যারি পোর্টার। হলিউডের ইউনিভার্সাল স্টুডিয়োতে এবার হ্যারি পোর্টার ওয়ার্ল্ড চালু করেছে কর্তৃপক্ষ। যেখানে পা দিয়ে দর্শনার্থীরা চলে যাবেন হগওয়ার্টস ক্যাসল এর রহস্যময় করিডরে। থিম পার্কটির মূল আকর্ষণ ‘হ্যারি পোর্টার অ্যান্ড দ্যা ফরবিডেন জার্নি’ নামের একটি থ্রিডি রাইড, রয়েছে হিপোগ্রিফের পিঠে সে পৌরণিক যাত্রাও। দর্শণার্থীরা বলেছেন, এটা খুব মজার বিশেষ করে আপনি যদি হ্যারি পটার ফ্যান হন। এখানে অনেকগুলো আকর্ষণ আছে যেখানে মূল চরিত্রের সাথে মিলে যাবে। এছাড়া অন্য কিছু ব্যাপারও আছে। কল্পনার জগতকে বাস্তবে নিয়ে আসার কাজটা খুব সহজ ছিলনা। তবে এক্ষেত্রে নির্মাতাদের সাহায্য করেছে হ্যারি পর্টারের সাথে দর্শনার্থীদের পূর্ব পরিচয়। হ্যারি পটার ওয়ার্ল্ডের শিল্প নির্দেশক অ্যালেন গিলমোর বলেন, যারা হ্যারি পটারের বিশেষ ভক্ত তারা এখানে এসে আকৃষ্ট হবেন। যারা এখানে আগে আসেননি তারা বই বা চলচিত্র থেকে এটাকে খুব ভালোভাবে চিনতে পারবেন। দর্শকপ্রিয় নানান চলচ্চিত্র অনুসরণে থিম পার্কের জন্য খ্যাত ইউনিভার্সাল স্টুডিও। ওয়াটার ওয়ার্ল্ড, ট্রান্সফরমার, ইন্ডিয়ানা জোন্সের মত থিম পার্ক এ স্টুডিওর মূল আকর্ষণ। হ্যারি পোর্টারের জাদুর জগত এবার সে আকর্ষণে নতুন মাত্রা যোগ করবে। ৩ লাখ ৯৪ হাজার ডলারে নিলামে বিক্রি হল লেখিকা জে কে রোলিং এর হ্যারি পটার চেয়ার। যে চেয়ারে বসেই জনপ্রিয় হ্যারি পটার সিরিজের দুটি বই লিখেছিলেন রোলিং। চেয়ারটিকে আরো আকর্ষণীয় করছে লেখিকার লেখা কিছু সুন্দর শব্দ।



মন্তব্য চালু নেই