উপজেলা প্রাণিসম্পদ অফিস কতৃক নবকলি কর্ম এলাকায় গবাদি পশুর টীকা দান কর্মসূচি

খাদেমুল মোরসালিন শাকীর, (কিশোরগঞ্জ) নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারী জেলার সদর উপজেলার চারটি ইউনিয়নে (ইটাখোলা, পলাশবাড়ি, টুপামারি এবং খোকশাবাড়ি) ওর্য়াল্ডভিশন বাংলাদেশ এর নবকলি প্রকল্প মা ও ৫ বছরের নিচের শিশুদের স্বাস্থ্য, পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে গত দুই বছর যাবত কাজ করে আসছে। পারিবারিক পুষ্টির চাহিদা মিটানো অর্থনৈতিক উন্নতির জন্য সদস্যদের মাঝে ছাগল, মুরগী, সবজির বীজ এবং ফলের চারা বিতরন করা হয়। এরই ধারাবাহিকতায় ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা গ্রামে নবকলি প্রকল্প কর্ম এলাকায় নবকলি প্রকল্পের উদ্দোগে গবাদি পশু- পাখির টীকা কর্মসূচি অনুিষ্ঠত হয়। নবকলি প্রকল্প কর্ম এলাকার কোন গবাদি পশু- পাখি যাতে রোগাক্রান্ত হয়ে মারা না যায় তাই এই টীকা কর্মসূচি। এতে ৫১ টি ছাগলের পিপিআর, ১৫০ টি মুরগীর রানীক্ষেত এবং ৪২ টি গরুর ক্ষুরা রোগের টীকা দেওয়া হয়। ফলে কর্ম এলাকার সদস্যরা আর্থিক ক্ষতির হাত হতে যেমন রক্ষা পাবেন তেমনি আয় মুলক কার্যক্রমকে আরো এগিয়ে নিতে পারবেন। এই টীকা কর্মসূচি অনুিষ্ঠত হওয়ায় স্থানীয় লোকজন নবকলি প্রকল্পকে ধন্যবাদ জানান। পর্যায়ক্রমে এই কর্মসূচি সমস্ত নবকলি প্রকল্প কর্ম এলাকায় করা হবে। টীকা কর্মসূচিতে সহায়তা করেন উপজেলা প্রাণিসম্পদ সহকারী জনাব মো: আবু সাঈদ এবং কর্মসূচির সার্বিক তত্বাবধান করেন নবকলি প্রকল্পের অর্থনৈতিক কর্মকর্তা মো: রবিউল আলম বকুল ও সহায়তাকারী মো: হাবিবুর রহমান।



মন্তব্য চালু নেই