উরুর কুঁচকিতে দাদ হয়েছে, কোন ওষুধ ব্যবহার করব?

প্রশ্ন: উরুর কুঁচকিতে দাদ হয়েছে। খুবই চুলকায়। কোন ওষুধ ব্যবহার করলে সারবে?

উত্তর: আপনার সমস্যা কতদিন থেকে আর শরীরের আর কোথাও আছে কিনা জানতে পারলে ভাল হত। আপনি একজন চর্মরোগ বিশেষজ্ঞকে দেখাতে পারেন। পাশাপাশি আপনি পরিস্কার পরিচ্ছন্ন থাকবেন। সূতি কাপড়ের আরামদায়ক আন্ডারগার্মেন্টস পরবেন। আপনার কুচকির দাদ দেখার পর এটার চিকিৎসা করা সম্ভব। তারপর চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী চিকিৎসা করান।প্রিয় উত্তর



মন্তব্য চালু নেই