উলিপুরে ফল ব্যবসায়ীদের টানা ৩ দিনের ধর্মঘট ও মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ফল ব্যবসায়ীরা রাস্তার ফুটপাতে ফলের দোকান চালানোয় মানুষের দূর্ভোগের সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে উলিপুর পৌরসভার মেয়র বিশিষ্ট শিল্পপতি তারিক আবুল আলা চৌধুরী তার ব্যক্তিগত তহবিল থেকে পুরাতন মাংসের বাজারের পাশে উন্নতমানের ফল মার্কেট তৈরী করে দেন। উক্ত ফল মার্কেটে ফলের জমজমাট ব্যবসা হলেও মেয়র বিরোধী একটি চক্র অসাধু ফল ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে গত কয়েকদিন ধরে ফুটপাতেই ফলের দোকান চালানোর দাবিতে অনির্দিষ্টকালে ধর্মঘট পালন করে।

পরে এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে শহরের গবামোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শুরু করলে তা স্থানীয় জনতা প্রতিরোধ করে।

এ ব্যাপারে মেয়র তারিক আবুল আলা চৌধুরীর সাথে কথা হলে তিনি জানান, জনগণের চলাচলের সুবিধার্থে ফুটপাত উম্মুক্ত করেছি। ফুটপাতে কোন ধরনের দোকান দিয়ে জনগণের চলাচলে বাধার সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ব্যপারে উপজেলার চেয়ারম্যান হায়দার আলী জানান, ফল ব্যবসায়ীদের দাবী অহেতুক-অযৌক্তিক। জেলা আ’লীগের অন্যতম নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা জানান, জনগণের চলাচলের বাধার সৃষ্টি করে ফুটপাতে দোকান দেয়া কোনক্রমেই সমীচিন নয়।



মন্তব্য চালু নেই