উল্টোপথে গাড়ি বন্ধে কেন নির্দেশ নয়?

রাজধানীর সড়কে উল্টোপথে গাড়ি চালানো বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বুধবার (৪ মে) এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ আলী।

মন্ত্রিপরিষদ সচিব, ঢাকা, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ সংশ্লিষ্টদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।



মন্তব্য চালু নেই