এই গাড়ির মাইলেজ জানেন? ২০০ কিমি প্রতি লিটার!

এই সময় ডিজিটাল ডেস্ক: এক লিটার পেট্রোলে চলবে পুরো ২০০ কিলোমিটার! হ্যাঁ, এমন গাড়িই গড়ে উঠছে কয়েকজন বঙ্গ সন্তানের হাত ধরে। বেঙ্গালুরুর রেভা ইনস্টিটিুট অফ টেকনোলজির কয়েকজন ছাত্র মিলে তৈরি করছেন এই ‘urban concept car’। অসাধারণ মাইলেজের এই গাড়ি মূলত শহরাঞ্চলের জন্য।

গাড়ির ৯০% ডিজাইন হয়ে গিয়েছে। আগামী বছর ১৬ – ১৯ মার্চের মধ্যে সিঙ্গাপোরের শেল ইকো ম্যারাথনে এই গাড়ি প্রদর্শিত হবে। রেভা ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর তৃতীয় বর্ষের ১২ জন ছাত্র এই প্রজেক্টের দায়িত্বে রয়েছে। প্রজেক্টের নেতৃত্ব দিচ্ছে অমর্ত্য সাহা নামে এক বাঙালি ছাত্র। এই ১২ জনের মধ্যে পাঁচ জনই পশ্চিমবঙ্গের। বাকিদের মধ্যে দু-জন উত্তরপ্রদেশ ও একজন ঝাড়খণ্ড ও একজন বাংলাদেশের। ছাত্রদের গাইড করছেন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাহনওয়াজ পাটিল এবং মহম্মদ ইরফান।

সিঙ্গাপোরের এই গাড়ি প্রদর্শনিতে অংশ নেবে বিশ্বের ২০টি দেশের ১৭২টি দল। ভারত থেকে যাচ্ছে রেভা ইনস্টিটিউট সহ মোট ১২টি দল।
এবার ‘এই সময়’ আপনার মোবাইলে। এই পরিষেবা পেতে ডাউনলোড করুন ফ্রি মোবাইল অ্যাপ।-এই সময়



মন্তব্য চালু নেই