এই পোশাক পরার জন্য মেয়েদের লজ্জিত হওয়া উচিৎ

মেয়েদের পোশাক নিয়ে বিতর্কে জড়াল একটি তামিল ম্যাগাজিন। ‘কুমুদাম রিপোর্টার’ নামে ম্যাগাজিনটির মতে, লেগিংস একটি ‘অশোভন’ পোশাক। আর এটি পরার জন্য মেয়েদের লজ্জিত হওয়া উচিৎ।

তবে লেগিংস পরার জন্য মেয়েদের লজ্জিত হওয়া উচিৎ কি না, তা নিয়ে হাজারো বিতর্ক থাকলেও প্রকাশিত প্রতিবেদনটি ইতিমধ্যেই সমালোচনার ঝড় তুলেছে। বিভিন্ন মহল থেকে এর সমালোচনা করা হয়েছে। প্রতিবাদে সোচ্চার হয়েছে বিভিন্ন সংগঠনও।

মেয়েদের পোশাক নিয়ে বিতর্ক অবশ্য এই প্রথম নয়। কিছুদিন আগে ক্যাম্পাসে জিনস ও লেগিংসের উপর ফতোয়া জারি করে খবরে উঠে এসেছিল মাদুরাই মেডিকেল কলেজ। ভারতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেরও লেগিংসের উপর সরকারি ফতোয়া জারির কথা জানা যায়।বাংলামেইল।



মন্তব্য চালু নেই