এই ভিডিওটি ‘দূর্বল’ হৃদয়ের মানুষদের জন্য নয়

পাহাড়ের এবড়োখেবড়ো পথ বেয়ে সাইকেল চালানো আর মাঝে একবার ৭২ ফুট দীর্ঘ ফাঁকা স্থান ব্যাক-ফ্লিপ করে পার হওয়ার দৃশ্য দেখার সাহস আপনার আছে?

জানি রোমাঞ্চ যাঁদের প্রিয় তাঁরা এটি সানন্দেই দেখবেন৷ কিন্তু যাঁরা মনে করেন তাঁদের হার্ট হয়ত একটু দুর্বল তারা ভিডিওটি না দেখলেই ভালো৷

ভিডিওতে নিউজিল্যান্ডের কেলি ম্যাকগেরিকে সাহসী এই কাজ করতে দেখা যাচ্ছে৷ ২০১৩ সালে ‘রেড বুল ব়্যাম্পেজ’ নামক মাউন্টেন বাইক প্রতিযোগিতায় এই পারফরম্যান্স দেখিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন তিনি৷ ইউটিউবে ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে প্রায় দুই কোটি ৯০ লক্ষ বার৷

১৯৮২ সালে জন্মে নেয়া ম্যাকগেরি ২০০৬ সালে মাউন্টেন বাইকিংয়ে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন৷ চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম দিন নিউজিল্যান্ডের দুর্গম এক এলাকায় বাইকিং করতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি৷-ডয়চেভেলে

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে…



মন্তব্য চালু নেই