এই রাজকন্যার ‘আসল’ পরিচয় জানলে চমকে যাবেন!

সিন্ডারেলা হোক বা লিটল মারমেড। রূপকথা তাকে টানে ছোটবেলা থেকেই। ডিজনি দুনিয়ার রাজকন্যাদের প্রেমে শিশুকাল থেকেই বুঁদ ২১ বছরের রিচার্ড স্কেফার। তাই বড় হয়ে রূপকথা হরেক চরিত্রেই নিজেকে সাজিয়ে তোলেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা রিচার্ড। পেশায় মেকআপ আর্টিস্ট রিচার্ড তার মেকআপেরজাদুতে এক মার্কিন তরুণ থেকে অনায়াসে হয়ে ওঠেন কোনও ডিজনি কন্যা।

তখন তাকে দেখে পুরুষ বলে চেনার সাধ্য কার? মেকআপ আর্টিস্ট হিসেবে ফ্রিল্যান্সিং করেন রিচার্ড। রাজকন্যা হিসেবে নিজেকে নিখুঁত ভাবে গড়ে তুলতে পোশাকে চেস্ট প্যাডিং ব্যবহার করেন তিনি। তাকে যখন কেউ পুরুষ হিসেবে চিনতে পারেন না, তখনই একজন মেকআপ আর্টিস্ট হিসেবে তার আত্মবিশ্বাস কয়েকগুণ বেড়ে যায় বলে জানিয়েছেন রিচার্ড। খবর টাইমস অফ ইন্ডিয়া।

এরিয়েল, স্নো-হোয়াইট, সিন্ডারেলা, পিটার প্যান, লিটল মারমেড, আলাদিনের মতো হরেক চরিত্রে নিজেকে সাজিয়েছেন রিচার্ড। চার বছর আগে থেকে নিজেকে রূপকথার চরিত্রে সাজিয়ে তোলা শুরু করেন তিনি। এক-একটি চরিত্রে নিখুঁত ভাবে নিজেকে সাজিয়ে তুলতে ঘণ্টা দুয়েক সময় লাগে বলে জানিয়েছেন। ইনস্টাগ্রামে বর্তমানে রিচার্ডের ৮০ হাজার ফলোয়ার রয়েছে।



মন্তব্য চালু নেই