এই রায় বিশ্ব মানবতা প্রতিষ্ঠায় মাইলফলক হবে : ইমরান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা নিজামীর রায় কার্যকরের পর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, ‘এই মানবতাবিরোধীরা শুধু বাংলাদেশের বিরুদ্ধে অপরাধ করেনি, তারা বিশ্ব মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে। এই রায় কার্যকর বিশ্ব মানবতা প্রতিষ্ঠায় মাইলফলক হয়ে থাকবে। এই রায় আগামীর বিশ্বকে পথ দেখাবে।’

মঙ্গলবার (১০ মে) দিবাগত রাত রাজধানীর শাহবাগ প্রজন্ম চত্বরে রায় কার্য়করের পর এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। এসময় মঞ্চের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগানে কবিতায় বিজয়োল্লাস প্রকাশ করে।

ডা. ইমরান এইচ সরকার বলেন, ‘বাংলাদেশ এই কুখ্যাত রাজাকারদের বিচারের আওতায় এনেছে। বাংলাদেশ এই মানবতাবিরোধীদের সাথে আপোষ করেনি। তাদেরকে আইনের আওতায় এনেছে।’

রায় কার্যকরের ফলে স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, ‘দীর্ঘ ৪৫ বছর ধরে আমরা অপেক্ষা করছি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। আলবদর বাহিনীর প্রধান কুখ্যাত রাজাকার নিজামীর রায় কার্যকরের মধ্য দিয়ে বাংলাদেশের আইন ব্যবস্থা আরো একধাপ এগিয়ে গেল।’

দেশে চলমান হত্যাকাণ্ডের বিচারের জোর দাবি জানিয়ে ইমরান বলেন, ‘মানবিক বাংলাদেশ গড়ার আন্দেলনে আমাদের সহযোদ্ধা হত্যার বিচার করতে হবে। শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিচার করলে হবে না, এই মানবতাবিরোধীদের বিচারের সাথে সাথে চলমান হত্যাকাণ্ডেরও বিচার করতে হবে।’

তিনি আরো বলেন, ‘যদি এসব হত্যাকাণ্ডের বিচার না করা হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে ধিক্কার দিবে। ভবিষ্যত প্রজন্ম বলবে- তোমরা শুধু যুদ্ধাপরাধীদের বিচার করেছ, তাদের বিচারের দাবিতে আন্দোলনকারীদের হত্যাকাণ্ডের বিচার করনি।’

পরে একটি শাহবাগ থেকে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি টিএসসি হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়।



মন্তব্য চালু নেই