একখন্ড পাথরের উপর দাঁড়িয়ে রয়েছে আস্ত একটি গ্রাম…

কোনো স্থায়ী নদী বা হ্রদ নেই ইয়েমেনে। উপকূল থেকে দূরে বসবাসকারী মানুষের একমাত্র পানির উৎস ওদিস নামের মৌসুমী নদী উপত্যকা। এই কারণে অধিকাংশ মানুষ এসব অস্থায়ী পানির উৎসের নাগালে থাকতে হায়েদ আল জাজিলের মতো গ্রাম তৈরি করে।

মরুভূমির প্রান্তে বিরাট পাথরের চাঁইয়ের উপর দাঁড়িয়ে রয়েছে গ্রামটি। এসব এলাকাগুলো প্রায়ই সুবিশাল মরুভূমির পাশে গঠিত হয়। সুতরাং সম্পদের প্রাপ্যতা, সহজলভ্যতা থাকে একটা নির্দিষ্ট গণ্ডির আওতায়।



মন্তব্য চালু নেই