‘একটা ঘাসেরও ক্ষতি হলে পরমাণু হামলা’

নর্থ কোরিয়ার নেতা কিম জং উন আরো পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়ে বলেছেন, সাউথ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মহড়া যদি নর্থ কোরিয়ার একটি গাছ বা একটি ঘাসেরও ক্ষতি করে তাহলে অবিলম্বে পারমাণবিক হামলা চালিয়ে তার জবাব দেওয়া হবে।

তিনি বলেন, ‘আমি খুব দ্রুতই সব ধরনের সামরিক হামলার নির্দেশ দেব।’

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, নর্থ কোরিয়া বৃহস্পতিবার দুটি স্বল্পপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। পরীক্ষা পরিদর্শনকালে কিম তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও সাউথ কোরিয়ার এ যাবৎকালের সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরো জোরদার হওয়ার প্রেক্ষাপটে নর্থ কোরীয় নেতা কিম এ নির্দেশ দিলেন।

এর আগে যুক্তরাষ্ট্র ও সাউথ কোরিয়াকে ‘জ্বালিয়ে-পুড়িয়ে ছাই’ করে দেওয়ার হুমকি দিয়েছিল নর্থ কোরিয়া। একই সঙ্গে পিয়ংইয়ং ওই দুটি দেশের ওপর ‘নির্বিচারে’ পরমাণু বোমা হামলা চালানোরও হুমকি দেয়।

নর্থ কোরিয়ার নেতা তার দেশের পারমাণবিক অস্ত্র যেকোনো সময় ব্যবহারের জন্য প্রস্তুত থাকতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়ে রেখেছেন।



মন্তব্য চালু নেই