‘একটা সেঞ্চুরি যথেষ্ট নয়’ কার উদ্দেশ্যে সৌরভ গাঙ্গুলীর এই কথা?

বাইশ গজে দাদাগিরি দেখিয়ে সারা পৃথিবীর সামনে নিজের জাত নিচনিয়েছেন সৌরভ গাঙ্গুলী। আজও তাকে নিয়ে মানুষের কৌতূহলের কোনও শেষ নেই। লর্ডসে জামা ঘুরিয়ে ইংরেজদের ভারতীয় ঔদ্ধত্য চিনিয়ে দেওয়া ক্রিকেটারই এবার কলম ধরছেন।

ভারতীয় দলের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ককে নিয়ে বাজারে অনেক বইও রয়েছে। তবে এবার নিজেই জীবনের গল্প লিখবেন বইতে। ‘অ্যা সেঞ্চুরি ইজ নট এনাফ’ বাইটিতে সৌরভের সঙ্গেই কলম ধরবেন বিখ্যাত ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য। প্রকাশনার দায়িত্বে রয়েছে ‘জাগরনট বুকস’।

বইতে সৌরভের জীবনটাই দুই মলাটে বন্দি হবে। লর্ডসে টেস্ট সেঞ্চুরি থেকে ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ভারতকে নিয়ে যাওয়া। এই দীর্ঘ অধ্যায় তুলে ধরবেন সৌরভ। মঙ্গলবারই শহরের একটি তারতারা হোটেলে সংবাদ সম্মেলন করেন সৌরভ।

সৌরভ বলেন, আমি জাগরনটের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত হয়েছি। আশা করি আমরা একটা ভালো বই নিয়ে আসতে পারব।

প্রকাশকদের পক্ষ থেকে আসা চিকি সরকার বলেন, আমার বিশ্বাস এই বইটা শুধুমাত্র ক্রিকেট ফ্যানেদেরই নয়, সকলের ভালো লাগবে। এটা এমন একটা বই হবে যেটা বারবার পড়তে ইচ্ছে করবে।



মন্তব্য চালু নেই