একটি আমের ওজন চার কেজি

মাগুরার শালিখায় এক নার্সারীতে চার কেজি ওজনের ফজলি আম ধরেছে।

উপজেলার শতখালী গ্রামের আতিয়ার রহমানরে নার্সারীর বিশালাকৃতির ওই আম দখেতে অসংখ্য মানুষ বৃহস্পতিবার ভিড় জমায়।

আতিয়ার রহমান জানান, তার প্রতিবেশী ইব্রাহীমের বাগানের ব্রুনাই থেকে আনা এক জাতের আম গাছ থেকে কলম সংগ্রহ করেন।

পরে ওই কলম তার বাগানের একটি ফজলি আম গাছের সঙ্গে গ্রাফটিং করেন।

ওই বাগানে দেখা গেছে- এ বছর ওই গাছে বেশ কিছু আম ধরেছে। সব আমই প্রায় একই আকৃতির। একটি আম মেপে দেখা যায় সেটির ওজন চার কেজি।

এ বছর ওই গাছ থেকে অল্প সংখ্যক কলম তৈরি করবনে আতিয়ার। পরে উচ্চ ফলনশীল এ আমের কলম বিক্রি করার উচ্চ ফলনশীল এ আমের কথাও ভাবছেন তিনি|

এ বিষয়ে জেলা সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা জানান, চূড়ান্ত ফলনের পর ওজন পরিমাপ, মান পরীক্ষা করে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে এ গাছের বিস্তৃতি ঘটানোর ব্যবস্থা করা হবে।

গত ২০ বছর ধরে আতিয়ার নার্সারী ব্যবসার করে আসছেন।



মন্তব্য চালু নেই