একটি পাখিও সীমান্ত পার হতে পারবে না : অমিত শাহ

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান অমিত শাহ বলেছেন, আসামে তার দল ক্ষমতায় আসলে একটা পাখিও সীমান্ত পার হতে পারবে না।

মঙ্গলবার আসামে এক নির্বাচনী সমাবেশে তিনি এই মন্তব্য করেন। আগামী সোমবার বাংলাদেশের অন্যতম সীমান্ত রাজ্য আসামে দ্বিতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে।

দ্বিতীয়বার এবং শেষবারের মতো নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন অমিত শাহ। এই নির্বাচনে বাংলাদেশি অভিবাসী ইস্যু গুরুত্ব পাচ্ছে। অমিত শাহ অভিযোগ করেন, কংগ্রেসের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সীমান্ত খুলে অবৈধ অভিবাসীদের প্রবেশ করতে দিচ্ছেন মূলত ভোট ব্যাংক বাড়াতে।

বিজেপি প্রধান বলেন, তরুণ গগৈ কিংবা কংগ্রেস যদি চাইতো তাহলে গত ৫০ বছরে তারা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধ করতে পারতো। কিন্তু করেনি।

তিনি বলেন, কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় এবং আসামে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে একটা পাখিও সীমান্ত পার হয়ে আসতে পারবে না।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া



মন্তব্য চালু নেই