একটি বানান ভুল, আর তাতেই সেনাবাহিনীর হাতে ধরা খেল নকল পুলিশ

একটিমাত্র বানান ভুল তাঁদের সব পরিকল্পনা ভন্ডুল করে দিয়েছে। সেনাবাহিনীর হাতে বন্দুকধারীরা গ্রেফতার হয়েছেন। সম্প্রতি মেক্সিকোতে এ ঘটনা ঘটেছে।পুলিশের নকল গাড়িতে করে যাচ্ছিলেন চার বন্দুকধারী।

বাইরে থেকে বোঝার কোনো উপায়ই ছিল না। ডিভিশনের (Devision) ‘এস’ এর স্থলে লেখা হয় ‘সি’ আর এটাই হয়েছে কাল।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি মেক্সিকোর পশ্চিমাঞ্চলের প্রদেশ মিচোআকানে পুলিশের গাড়ির আদলে সাজানো এক গাড়িতে চড়েছিলেন চার বন্দুকধারী। তবে গাড়িতে পুলিশের ডিভিশনের ভুল বানান লেখা হয়।

ডিভিশনের (Devision) ‘এস’ এর স্থলে লেখা হয় ‘সি’। এ ছাড়া সবই ঠিক ছিল। আর ভেতরে বসে থাকা ব্যক্তিরাও ছিল ধরাছোঁয়ার বাইরে।

জানা গেছে, বন্দুনধারীদের বহনকারী নকল পুলিশের গাড়ির পাশ দিয়ে যাচ্ছিল সেনাবাহিনীর একটি টহল যান। বানান ভুল থেকে সেনা সদস্যদের সন্দেহ হয়।

নকল পুলিশের গাড়ি থামিয়ে বন্দুক ও গুলিসহ চার ব্যক্তিকে দেখতে পান তাঁরা। পরে ওই বন্দুকধারীদের গ্রেপ্তার করা হয়।

গত মঙ্গলবার মিচোআকান কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা কোনো নিরাপত্তা বাহিনীর সদস্য নয়।

জানা গেছে, মিচোআকান প্রদেশ প্রায়ই সংঘবদ্ধ অপরাধ চক্র সংঘাতে জড়িয়ে পড়ে। আর মাদক পাচারে যুক্ত এসব সংঘবদ্ধ চক্রের সশস্র সদস্যরা নিজেদের আধিপত্য বিস্তারে বিভিন্ন পন্থা অবলম্বন করে।



মন্তব্য চালু নেই