একটি মাত্র প্যাক সমাধান করবে ত্বকের ৫ সমস্যার

আদিকাল থেকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে হলুদের ব্যবহার হয়ে আসছে। ত্বকের যেকোন কালো দাগ হোক অথবা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি হোক, নানী দাদীরা ত্বকে হলুদ ব্যবহার করার পরামর্শ দিতেন। সময়ের পরিবর্তন হয়েছে কিন্তু হলুদের অবদান কমেনি একটুও। বরং এর উপযোগীতা বৃদ্ধি পেয়েছে আরও বেশি।

ব্যস্ত এই নগর জীবনে রূপচর্চা করা সম্ভব হয়ে উঠে না। অল্প সময়ে ঝটপট ত্বকের সমস্যা সমাধান করা যেত, তবে কেমন হত? দারুণ না। কিন্তু ঝটপট কি আর ত্বকের সমস্যা সমাধান করা যায়! ত্বকের যেকোন সমস্যা সমাধানে প্রয়োজন হয় সময়ের। তবে একটি প্যাক নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের অনেকগুলো সমস্যা সমাধান করে দেবে। জানতে চান সেই জাদুকরী প্যাকের কথা? আসুন তাহলে জেনে নিন জাদুকরী প্যাকের কথা।

যা যা লাগবে:

৩ টেবিল চামচ গাজরের রস

২ চা চামচ হলুদের গুঁড়ো

যেভাবে তৈরি করবেন:

১। একটি পাত্রে গাজরের রস এবং হলুদের গুঁড়ো মিশিয়ে নিন।

২। এবার মিশ্রণটি ত্বকে ম্যাসাজ করা লাগান।

৩। এই প্যাকটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন।

৪। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কার্যকারিতা:

১। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি

হলুদ এবং গাজরের রস ভিটামিন এবং পুষ্টি উপাদান সমৃদ্ধ। এটি ত্বকের কোষ সুস্থ রেখে স্বাস্থ্যকর ত্বক পেতে সাহায্য করে।

২। ত্বকের কালো দাগ দূর

ত্বকে ব্রণে দাগ, রোদে পোড়া দাগ অথবা যেকোন দাগ দূর করতে এই প্যাক বেশ কার্যকর। নিয়মিত ব্যবহারে এটি ত্বক থেকে দাগ দ্রুত দূর করে দেয়।

৩। ত্বকের শুষ্কতা দূর

ত্বকের শুষ্কতা রুক্ষতা দূর করতে এটি বেশ কার্যকর। এটি ত্বকের কোষ হাইড্রেটেড করে ত্বক নরম কোমল করে তোলে।

৪। বলিরেখা দূর

অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এই প্যাকটি ত্বকের কোলাজন উন্নত করে ত্বকের নমনীয়তা ধরে রাখে। যা ত্বকে বলিরেখা পড়া রোধ করে।

৫। ব্রণ সমস্যা হ্রাস করে

অ্যান্টি ব্যাকটেরিয়াল ত্বকের অভ্যন্তরীণ ব্যকটেরিয়া এবং ময়লা দূর করে। যা ত্বকে ব্রণ হওয়ার প্রবণতা কমিয়ে দেয়।



মন্তব্য চালু নেই