একদিনে কন্টেইনার হ্যান্ডলিংয়ে ১২৮ বছরের রেকর্ড

চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিংয়ে বিদায়ী বছর ২০১৫তে নতুন রেকর্ড গড়ার পর এবার একদিনের কন্টেইনার হ্যান্ডলিংয়ে ১২৮ বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে। গতকাল সোমাবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টায় গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩০৭ (২০ ফুট) টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। এরআগে গত বছরের ১০ সেপ্টেম্বর কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল ৭ হাজার ৮০২ টিইইউস।বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) মো. জাফর আলম।

এরআগে দেশের প্রধান এ সমুদ্রবন্দর গত এক বছরে ২০ লাখ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করার মাধ্যমে বন্দরের ১২৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড গড়েছিল।

চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) মো. জাফর আলম বলেন, ‘বন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন, কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে যুগোপযোগী ব্যবস্থাপনা ও অত্যাধুনিক হ্যান্ডলিং যন্ত্রপাতি সংগ্রহের ফলে এ রেকর্ড অর্জন করা সম্ভব হয়েছে। আগামী দিনেও সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

জানা যায়, গত ২০১৪ সালে ২০ ফুট দীর্ঘ (টিইইউস) কন্টেইনার হ্যান্ডলিং করা গেছে। সেখানে ২০১৫ সালে ২০ ফুট দীর্ঘ (টিইইউস) ২০ লাখ ৮ হাজার ৪৪৫টি কন্টেইনার হ্যান্ডলিং করতে সক্ষম হয়েছে। এরমাধ্যমে বন্দর ১২৮ বছরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে।



মন্তব্য চালু নেই