একের পর এক বন্ধ হচ্ছে ইয়াহুর সেবা

জনপ্রিয় সার্চ ইঞ্জিন ইয়াহু অনেক দিন ধরে লোকসানের মুখে রয়েছে। এজন্য প্রতিষ্ঠানটি বহুকর্মী ছাটাই করেছে। এবার ইয়াহু ঘোষণা করেছে তারা তাদের বিভিন্ন পরিষেবা বন্ধ করার। এসব সেবার মধ্যে আছে ইয়াহু গেমস, ইয়াহু লাইভ টেক্সটসহ আরও অনেক সেবা। এর আগে ইয়াহু তাদের নিউজ সার্ভিসের অনেক সেবা বন্ধের ঘোষণা দেয়।

প্রতিষ্ঠানটি সম্প্রতি টুম্বলারের একটি পোস্টে জানিয়েছে, তারা তাদের ৭ টি পরিষেবা নিয়ে ব্যবসাকে টিকিয়ে রাখতে চায়। এগুলো হলো, মেইল, সার্চ, টুম্বলার, নিউজ, স্পোর্টস, ফিনান্স এবং লাইফস্টাইল।

সম্প্রতি ইয়াহু এক ঘোষণায় জানিয়েছিল, খুব শিগগিরই প্রতিষ্ঠানিটি ইয়াহু ফুড, ইয়াহু হেলথ, ইয়াহু পেরেন্টিং, ইয়াহু মেকারস, ইয়াহু ট্র্যাভেলস, ইয়াহু অটোস ও ইয়াহু রিয়েল এস্টেট বন্ধ করে দেয়ার পরিকল্পনা নিয়েছে।

এতে করে আস্তে আস্তে ইয়াহুর পরিষেবা কমে আসছে। জনপ্রিয়তাও হারাচ্ছে প্রতিষ্ঠানটি।



মন্তব্য চালু নেই