এক-এগারোর সরকারের সঙ্গে সমঝোতা করেছিলেন এরশাদ

পানিসম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, এক-এগারোর সরকারের সঙ্গে সমঝোতা করেছিলেন জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ, আমি নই। তিনি বলেন, ওই সময়ের সরকার ও সাবেক সেনা প্রধান মইন ইউ আহমেদের সঙ্গে সমঝোতা করে গ্রেপ্তার এড়িয়েছিলেন জাপা চেয়ারম্যান। আমি জোর করে দায়িত্ব নেইনি। এরশাদ সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেলিনে।

মঙ্গলবার দুপুর ২টায় সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আনিসুল ইসলাম বলেন, এক এগারোর সরকার এবং ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে কমিশন গঠন করা উচিৎ। গণতন্ত্র, জঙ্গিদের উত্থান এবং আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য এরশাদের কথামতো আমরা নির্বাচনে গিয়েছিলাম। জামায়াত-বিএনপির কর্মকাণ্ড সফল হতে দেইনি। শুধু মহাজোট ঠিক রেখেছি। আমি ওই সময় মন্ত্রিত্ব চাইনি। এরশাদের সাহেব তার ভাই জিএম কাদেরকে মন্ত্রিত্ব দেওয়ার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠিও দিয়েছিলেন বলে উল্লেখ করেন পানিসম্পদ মন্ত্রী।

আমি আশা করছি সকলের সঙ্গে আলোচনা করে এরশাদের উচিৎ জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করা।



মন্তব্য চালু নেই