এক দিনে দুই বিশ্বচ্যাম্পিয়ন বধ

আজ থেকে যদি ১০ বছর আগে ফিরে যাই। ২০০৫ সাল, ক্রিকেট বিশ্বকে শাসন করেই যাচ্ছিল অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ ইংল্যান্ড হোক, ভারত কিংবা পাকিস্তান। গোটা বিশ্বটাই তাদের সামনে নতজানু!

রিকিং পন্টিংয়ের অধীনে অস্ট্রেলিয়া কাটাচ্ছিল তাদের সেরা সময়। ভারত, পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকাকে বলেকয়ে তখন হারিয়ে দিত অসিরা। সেই অস্ট্রেলিয়াকে ২০০৫ সালের ১৮ জুন মাটিতে নামিয়ে এনেছিল একদল টাইগার। বাঙলার টাইগার। আর বাংলার টাইগারদের দাপটে ইংল্যান্ডের কার্ডিফে সেদিন রচনা হয়েছিল অস্ট্রেলিয়া বধকাব্য।

হাবিবুল বাশারের নেতৃত্বে লাল-সবুজের বাংলাদেশ হারিয়ে দিয়েছিল সে সময়কার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। বাংলাদেশের সামনে মাথানত করে কার্ডিফের মাঠ ছাড়তে ঘণ্টাখানেক সময়ও নিয়েছিল দলটি।

দশ বছর পর আবারো এই দিনে বাংলাদেশ হারিয়ে দিল ওয়ানডের আরেক বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে। অবশ্য এটি ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় নয়। এর আগে আরো তিনবার জিতেছিল টাইগাররা। তবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের ‘বিতর্কের’ কারণে ভারতের বিপক্ষে এই জয়টি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ৩০৮ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ২২৮ রানেই শেষ ভারতের ইনিংস। ৬৯ রানের জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল মাশরাফি অ্যান্ড কোং।

দুই বিশ্ব চ্যাম্পিয়নদের একই দিনে হারানোর রোমাঞ্চটা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা আজীবন মনে রাখবে।



মন্তব্য চালু নেই