এক বিবাহিত নারীর দেহ-ব্যবসায় জড়িয়ে পড়ার কাহিনী! (ভিডিও)

সমান অধিকারের কথা বিভিন্নভাবে বিভিন্ন আইন, ঘোষণায় বা সনদে বলা হলেও সবজায়গায় সমঅধিকার এখনও নিশ্চিত করা যায়নি। ভারতে বিয়ের পর নানা বঞ্চনার শিকার হয় নারীরা। অনেক সময় পুরুষরা তাদের স্ত্রীদের দিকে ফিরেও তাকায় না, সময় দেয়না। ঠিকভাবে মূল্যায়নও করেনা।

এজন্য ভেঙ্গে যায় অনেক সম্পর্ক। যেগুলো টিকে থাকে তাও ঠিক ভালোবাসার বন্ধনে নয়, পরিবারের দিকে তাকিয়ে হয়তো মুখ বুজে সব সহ্য করে যায় নারীরা। নারীদের এমন বঞ্চনা নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছে অনিকেট চন্দ্রনিকান্ত নামে এক ভারতীয়।

‘দ্য ওয়েডিং শাড়ি’ বা ‘বিয়ের শাড়ি’ নামের এই চলচ্চিত্রে তিনি একটি দম্পতির জীবন ও নারীর অসহায় পরিণতির কথা তুলে ধরেন। এতে দেখা যায়, বিয়ের পর থেকেই স্ত্রীকে অবহেলা করতে থাকে রাঘাভ নামের একজন। মেয়েটি অনেক চেষ্টা করেও তাদের সম্পর্ক ঠিক করতে পারেনা। পরে তার বিয়ের শাড়ি পরেই মেয়েটি জড়িয়ে পড়ে দেহ-ব্যবসায়। এভাবেই এগিয়ে চলে গল্প।

hq hq1 hq2



মন্তব্য চালু নেই