এক বোতল বাতাসের দাম ১১৫ ডলার! (ভিডিও)

জীবনে কত কিছু বিক্রির কথা শুনেছি আমরা কিন্তু এবার বাতাস বিক্রি চলছে। তাও আবার চড়া দামে। বিশুদ্ধ বাতাস একটি বোতলে করে পাঠিয়ে দেয়া হচ্ছে ক্রেতাদের নিকট।

মেলানিয়া এবং ফ্রাঞ্চেস্কা ডি ওয়াটস বিশুদ্ধ বাতাস সংগ্রহ করছেন। তারা বিশাল মাঠ থেকে, সমুদ্রের কিনারা থেকে বাতাস সংগ্রহ করছেন। তারা এই সকল বাতাসের বোতল চায়নার ধোঁয়াময় এলাকার বাসিন্দাদের নিকট বিক্রয় করছেন। প্রতিটি বাতাসের বোতল ৮০ পাউন্ড অর্থাৎ ১১৫ ডলারে বিক্রয় করা হচ্ছে। যা বাংলাদেশের হিসেবে ৯০২৩ টাকা।

যারা এই ব্যবসা শুরু করেছেন, তাদের মতে এটি একটি ভাল পন্থা। তারা কখনও রান্নাঘর বা অন্য কোন স্থানে দাড়িয়ে বোতলে বাতাস নিয়ে তা বিক্রয় করবেন না। তারা ভাল পরিবেশের বাতাস ক্রেতাদের নিকট পৌঁছে দিবেন।

মেলানিয়া এবং ফ্রাঞ্চেস্কা জানান, তারা এই পর্যন্ত ১০০ বাতাসের বোতল বিক্রয় করেছেন। তারা এখনও তাদের এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

ভিডিওটি দেখার জন্য এখানে ক্লিক করুন…



মন্তব্য চালু নেই