এক ব্যক্তির কিডনি থেকে ৪২০ পাথর অপসারণ !

চীনের এক ব্যক্তির কিডনি থেকে ৪২০টি পাথর অপসারণ করেছেন চিকিত্সকরা। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
চীনের কিয়ানজিয়াং ইভনিং পোস্টের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের দংইয়াং হাসপাতালে দুই ঘণ্টা ধরে হে নামের ঐ ব্যক্তির অস্ত্রোপচার করা হয়।

চিকিত্সকেরা বলেছেন, তেল জাতীয় খাবার বেশি খাওয়ায় ও কম পানি পান করার কারণে তার পেটে এত বেশি পাথর জমে।
মে মাসে হে তলপেটে ব্যথা নিয়ে চিকিত্সকের কাছে যান। সিটি স্ক্যান করে দেখা যায়, তার বামদিকের কিডনি পাথরে ভরা। চিকিত্সক জানিয়েছেন, হে যদি আর কিছুদিন পাথর নিয়ে থাকতেন, তাহলে তার কিডনি অপসারণ করতে হতো।

এর আগে ২০০৯ সালে ভারতে এক রোগীর বামদিকের কিডনিতে তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে এক লাখ ৭২ হাজার ১৫৫টি পাথর অপসারণ করা হয়।

সূত্র: বিবিসি।



মন্তব্য চালু নেই