এক মাস খেলতে পারবেন না আগুয়েরা

ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরা এক মাসের জন্য মাঠে নামতে পারবেন না। ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হারা ম্যাচে ২২ মিনিটের মাথায় হ্যামস্ট্রিং ইনজুরির কবলে পড়েন তিনি।

আগুয়েরার ইনজুরি দারুণ চিন্তায় ফেলেছে ম্যানচেস্টার সিটিকে। ২৫ অক্টোবরের ম্যানচেস্টার ডার্বিতে তাকে পাবে না দলটি।

আর্জেন্টিনার চিকিৎসকরা জানিয়েছেন, স্ক্যান করার পর তার দ্বিতীয় গ্রেডের হ্যামস্ট্রিং ইনজুরি ধরা পড়েছে।

ওল্ড ট্রাফোর্ডের শুধু ডার্বিই নয়, আগুয়েরা ক্লাবের হয়ে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারবেন না। তার মধ্যে রয়েছে বৌর্নিমাউথ, সেভিলা (হোম এন্ড অ্যাওয়ে), নরউচ সিটি এবং ক্রিস্টাল প্যালেসের ম্যাচ। এছাড়া নভেম্বরের ৮ তারিখের অ্যাস্টন ভিলার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচও পাচ্ছেন তিনি।

সিটির গত শনিবারের ম্যাচে নিউক্যাসেলের বিপক্ষে একাই পাঁচ গোল করেছিলেন এই স্ট্রাইকার।

গোলডটকম বলছে, সিটির চিকিৎসকরা আর্জেন্টিনা ম্যাচের আগে আগুয়েরাকে সতর্ক করেছিলেন। ম্যাচের আগে আর্জেন্টিনা বস টাটা মার্টিনো দাবি করেছিলেন, তার দলের সব খেলোয়াড় ফিট। আগুয়েরা বলছেন, এই ইনজুরি হঠাৎ করেই হয়েছে। আগের ইনজুরির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।



মন্তব্য চালু নেই