এক মিনিট শরীরচর্চা করে গিনেস বুকে নাম তুলে ফেললেন সাক্ষী

গিনেস বুকেও নাম উঠল সাক্ষী মালিকের! সোমবার ভারতের মুম্বইতে বলিউড ও সমাজের অন্য ক্ষেত্র থেকে আসা বহু মহিলা ব্যক্তিত্ব একটি অনুষ্ঠানে একসঙ্গে এক মিনিট বিশেষ ধরনের একটি এক্সারসাইজ করলেন। উপস্থিত থাকা প্রায় ৬০০ মহিলার সঙ্গে ছিলেন রিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী সাক্ষী মালিক। বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।

অপর্যাপ্ত পরিমাণে খ্যাতি অর্জন করার পরেও সাক্ষী মালিক কিন্তু ভারতীয় কুস্তিতে তাঁর আদর্শ ব্যক্তিত্বদের ভোলেননি। তিনি বলেছেন, ‘‘কুস্তি শুরু করার সময় সুশীল কুমার এবং যোগেশ্বর দত্ত ছিলেন আমার গুরুর মতো। ওঁরাই আমার মতো তরুণ কুস্তিগিরদের শিখিয়েছেন যে, ভারতীয়রাও পারে আন্তর্জাতিক মঞ্চে সফল হতে।’’

সাক্ষীর মতে ভারতীয় কুস্তিতে এই দুই তারকার অবদান অপরিসীম। সুশীল ও যোগেশ্বর ছাড়া সাক্ষীর কাছে আরও এক কুস্তিগিরের উল্লেখযোগ্য ভূমিকা আছে। তিনি হলেন গীতা ফোগত। অলিম্পিক্সে যাওয়া প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির। সাক্ষী বলেছেন, ‘‘গীতা ফোগতও আমার কাছে একইরকম প্রেরণা।’’ -এবেলা।



মন্তব্য চালু নেই